নান্দাইল কোচিং এসোসিয়েশন, ময়মনসিংহ শিক্ষা সংবাদ, প্রাইভেট কোচিং কমিটি, শিক্ষা উন্নয়ন, কোচিং সেন্টার খবর, নতুন কমিটি নান্দাইল
নান্দাইলে প্রাইভেট কোচিং এসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামছুল হুদা, সম্পাদক শাহজাহান মিয়া মাসুম

- আপডেট সময় : ০৫:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রাইভেট কোচিং এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার নান্দাইল নতুন বাজারস্থ কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে শামছুল হুদাকে সভাপতি এবং শাহজাহান মিয়া মাসুমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি মাহমুদুল হাসান বকুল ও মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া, অর্থ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, দপ্তর সম্পাদক শামীমুর রশিদ আকন্দ, প্রচার সম্পাদক মোঃ রায়হান মিয়া। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খাইরুল ইসলাম সোহেল, ফয়সাল মিয়া, বাবুল মিয়া, মোঃ আলমগীর হোসেন, পারভেজ মিয়া এবং ইমাদুল করিম জামি।
সভাপতি শামছুল হুদা বলেন, “উপজেলার সকল প্রাইভেট কোচিং সেন্টারকে ঐক্যবদ্ধ করা, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান নিশ্চিত করা, ন্যায্য ফি নির্ধারণে সহযোগিতা করা এবং শিক্ষা-সংক্রান্ত সরকারি আইন ও নীতিমালা মেনে চলতে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং শিক্ষার মানোন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবেন তাঁরা। সংবিধি অনুসারে এ কমিটি আগামী দুই বছর কার্যকর থাকবে।
সভায় উপজেলার প্রাইভেট ও কোচিং সেন্টারের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।