বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নূরইল পূর্বপাড়া গ্রামে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মুরাদুজ্জামান মুরাদ। তিনি জানান, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ১৭৬৫ নং কবলা দলিলের মাধ্যমে ঠান্ডা মিয়ার কাছ থেকে সাড়ে ১১ শতক জমি ক্রয় করেন। ওই সময় ঠান্ডা মিয়া তার নিজস্ব জমি থেকে প্রায় অর্ধ শতক জায়গা রাস্তা হিসেবে সংরক্ষণ করে দেন, যাতে ছালমা বেগম ও তার পরিবার সহজে যাতায়াত করতে পারেন।
কিন্তু স্থানীয় কয়েকজন প্রভাবশালী—আকবর আলী, আবু জাফর, জুঁই মনি স্মৃতি ও সিদ্দিক—২০২৩ সালের ২৭ জানুয়ারি বেআইনিভাবে জমিটি দখল করে পথ বন্ধ করে দেন। ফলে ওই পরিবারের প্রায় ১০-১২ জন সদস্য দুই বছর ধরে চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে তারা বাধ্য হয়ে অন্যের জমির ড্রেন দিয়ে যাতায়াত করছেন, যা বর্ষা মৌসুমে ভয়াবহ ভোগান্তির কারণ হচ্ছে।
মুরাদুজ্জামান অভিযোগ করেন, রাস্তা খুলে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানালেও বিবাদীরা ভয়ভীতি, হুমকি এবং শারীরিক ক্ষতির চেষ্টা চালিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানা পুলিশসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তার পরিবারের নিরাপদ যাতায়াতের একমাত্র রাস্তা পুনরুদ্ধারের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com