ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে মিথ্যা অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তারেরঘাট বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা প্রতিবাদ সমাবেশে বলেন, দীর্ঘদিন ধরে তারেরঘাট বাজারে বৈধভাবে পাথর ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা,অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা শুধু সামাজিকভাবে হেয় হচ্ছেন না, পাশাপাশি তাদের ব্যবসার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তারা বাধ্য হয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাদের পাথর ব্যবসার সুনাম নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এসব ভুয়া তথ্যের কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং শ্রমজীবী মানুষদের কাজকর্মে বিঘ্ন ঘটছে।
এমনকি সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, এদের কে দ্রুত ভুয়া আইডি চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। একইসঙ্গে বলেন আমরা নিরীহ ব্যবসায়ী ও শ্রমিকরা যেন এসমস্ত হয়রানি থেকে দ্রুত মুক্তি পাই। বক্তারা একযোগে বলেন, পাথর ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিক-ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন।
এ সময় উপস্থিত ছিলেন, তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য সহ শতাধিক শ্রমিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে ব্যবসায়ী ও শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে ভুয়া অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈধভাবে পাথর ব্যবসা করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা ব্যবসায়ী ও শ্রমিকদের সামাজিকভাবে হেয় করছে এবং ব্যবসার পরিবেশ নষ্ট করছে।
ব্যবসায়ী ও শ্রমিকরা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং শ্রমজীবী মানুষের কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সমাবেশে প্রশাসনের প্রতি দ্রুত এসব ভুয়া আইডি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা একযোগে বলেন, “আমরা নিরীহ ব্যবসায়ী ও শ্রমিকরা আর কোনো হয়রানি চাই না। পাথর ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।”
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, শতাধিক শ্রমিক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষে ব্যবসায়ী ও শ্রমিকরা কর্মসূচি সমাপ্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com