বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, “এই দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা সবাই সমান নাগরিক। নিজেদের দুর্বল ভাবলে চলবে না, বরং নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা আমরা করবো।”
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী জর্জ একাডেমি হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ১২২টি মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। “মসজিদের মতো মন্দিরও পাহারার প্রয়োজন নেই। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করলে উপজেলা বিএনপি তা প্রতিহত করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার সাহা। বক্তব্য রাখেন এ্যাড. সিরাজুল ইসলাম, শেখ আফসার, আঃ কুদ্দুস শেখ, খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, ইমরান হুসাইন, স্বপন কুমার সাহা, গোবিন্দ চন্দ্র দাস, নারায়ণ চন্দ্র চক্রবর্তী, কান্তি বিশ্বাস, পুলক সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com