৪ দফা জানাজা শেষে শ্রীনগরের নিজ গ্রামে সমাহিত করা হলো বদরুদ্দোজা চৌধুরীকে
- আপডেট সময় : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আজ সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বদরুদ্দোজা চৌধুরী বলেন, তাঁর বাবা মানুষ হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন চিকিৎসক হিসেবে কয়েকটি বিষয়ে শিক্ষা রেখে গেছেন। কেউ কখনো কাউকে সম্মান করে ছোট হয় না, কেউ হিংসা করেও বড় হতে পারে না। মাহী বি চৌধুরী বলেন, তাঁর বাবা ৫৮ বছর রাজনীতি করেছেন। তাঁকে কোনো দুর্নীতি, সন্ত্রাস স্পর্শ করতে পারেনি। সব দলের মানুষ তাঁর বাবাকে ভালোবাসেন।
বাবার দাফন সম্বন্ধে মাহী বি চৌধুরী বলেন, ‘আমার বাবা রাষ্ট্রীয় মর্যাদা চাননি। কলেমা পড়ে বিক্রমপুরের মানুষ তাঁকে বিক্রমপুরের মাটিতে শোয়াবেন, এটাই চেয়েছিলেন। এটা নিয়ে কেউ কোনো বিতর্ক করবেন না। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই।’ এ সময় সবার উদ্দেশে তিনি তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নাজাতের জন্য দোয়া চান।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।