[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ bdnewspost.com

প্রকাশিত হয়েছে- মার্চ ৪, ২০২৫

[ad_1]

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার ফল ০২/০৩/২০২৫ তারিখ প্রকাশ করা হয়েছে। মেধা ও পছন্দের ভিত্তিতে দেশের ০১টি সরকারী ডেন্টাল কলেজ ও ০৮টি মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিটে  ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫১৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করেছে স্বাস্থ্য অধিদফতর। 

১৯ মার্চ থেকে ২৪ মার্চ এর মধ্যে অফিস চলাকালীন সময় পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ফলাফল জানা যাবে।

অনলাইনে বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪-২৫ দেখুন এখান থেকেঃ consequence.dghs.gov.bd

নির্বাচিতদের ও অপেক্ষমাণ তালিকা পেতে এখানে ক্লিক করুন

মোবাইলে বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতিঃ

মোবাইলে বিডিএস এর ফলাফল জানার জন্যে এস.এম.এস করার কোন প্রয়োজন নেই। যারা উত্তীর্ণ হয়েছে তাদের আবেদন করার সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টেলিটক থেকে ওয়েলকাম জানিয়ে ফলাফল পৌঁছে যাবে।

বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি নিচে তুলে দেওয়া হলোঃ

বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল পূণঃনিরীক্ষার আবেদনঃ বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল পূণঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়া ফলাফল প্রকাশের পর ০৬/০৩/২০২৫ তারিখ থেকে ০৯/০৩/২০২৫ তারিখ পর্যন্ত চলবে। টেলিটক অপারেটর এর যে কোন প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন করা যাবে। আবেদন ফি ১০০০ ( এক হাজার) টাকা। আবেদনের প্রক্রিয়া নিচে তুলে দেওয়া হলোঃ

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

১ম SMS: DGHSRSCRoll Quantity এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ফিরতি SMS এ একটি পিন নম্বর পাবেন।

২য় SMS: DGHSRSCSurePin Quantity

এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এরপর আপনার নম্বর থেকে ফি বাবদ এক হাজার টাকা কেটে নেওয়া হবে এবং ফিরতি SMS এ ফি জমা বাবদ প্রাপ্তি স্বীকার SMS পাবেন।

পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ক্লাশ শুরুর তারিখঃ 

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা গত ২৮ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। 

 

[ad_2]