২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি bdnewspost.com

- আপডেট সময় : ০৯:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ইনকোর্স (Incourse) পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময় অনুযায়ী সকল কলেজকে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নির্দেশ দিয়েছে। নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
ইনকোর্স পরীক্ষা গ্রহণের সময়সীমা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা ২৫/০৬/২০২৫ তারিখ থেকে ১৫/০৭/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
ইনকোর্স মূল্যায়ন ও উত্তরপত্র প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা
১. ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতির মূল্যায়ন সংশ্লিষ্ট নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে।
২. ইনকোর্স পরীক্ষার নম্বর ১৫% ও ক্লাসে উপস্থিতির জন্য ৫% এর মধ্যে মূল্যায়ন করতে হবে।
৩. সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবেন।
৪. সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন।
৫. ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরাসীট গালাসীল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে বা ডাকযোগে প্রেরণ করতে হবে।
৬. পরীক্ষার ফরমপূরণের সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে।
৭. ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
-
ইনকোর্স নম্বর এন্ট্রি ও পাঠানোর সময় নির্ধারিত ফরম অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।
-
প্যাকেটের উপর অবশ্যই বড় করে লিখতে হবে: “২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা”
শেষকথা:
২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষার এ মূল্যায়ন নির্দেশনা সকল কলেজ ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে পরীক্ষাগ্রহণ ও নাম্বার প্রেরণ না করলে পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশে সমস্যা হতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে নির্দেশিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।