[ad_1]
দীর্ঘ ১৭ বছর পর দেশের অন্যতম ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার ব্যাংক হিসাবের ওপর স্থগিতাদেশ আরোপ করা হয়েছিল।
সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে বৃহস্পতিবার (২৩ আগস্ট) চিঠি দিয়ে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাবের ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহারের পাশাপাশি তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
আবদুল আউয়াল মিন্টু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আছেন। অন্যদিকে তাবিথ আউয়াল বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করেছিলেন।
গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ধরনের ব্যাংক হিসাব ১৭ বছর পর খুলে দেওয়া হয়। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।
এসএম/এমকেআর
[ad_2]