হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল, লেবানন সীমান্তে বিশেষ অভিযান

- আপডেট সময় : ০৩:৩১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

গত বছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। সম্প্রতি এ হামলা ব্যাপক হারে বাড়িয়েছে দেশটি। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হয়েছেন। তবে পাল্টাপাল্টি এ হামলায় উল্লেখযোগ্যভাবে যোগ দেয়নি পিএফএলপি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত রোববার ইসরায়েলের হামলায় আরও ১০৫ জন নিহত ও ৩৫৯ জন আহত হয়েছে। দুই সপ্তাহে দেশটিতে এ নিয়ে ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ৬ হাজার আহত হয়েছে। হামলার মুখে লেবাননের প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ১ লাখের বেশি মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এদিকে এক বক্তৃতায় বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের নেতৃত্বের প্রতি সরাসরি হুমকি দিয়েছেন। ইরানের জনগণকে উদ্দেশ করে তিনি বলেছেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে মনে করলে এ অঞ্চলটির যে কোনো দেশে হামলা চালাতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের এমন কোনো অঞ্চল নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না।