বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
হলান্ড আছেন, তবু নতুন হলান্ডের পেছনে সিটি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

বিশেষ করে দলের অন্যতম গোলস্কোরার হলান্ড যদি চোটে পড়েন, তবে তাঁর বিকল্প খেলোয়াড় নিয়ে বিপদে পড়তে হতে পারে টানা চারবারের প্রিমিয়ার লিগজয়ীদের। এ কারণেই মূলত নতুন স্ট্রাইকারের সন্ধানে আছে ক্লাবটি। যে তালিকায় ওপরের দিকে আছে ওসকারসনের নাম। ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়, সিটি কোচ পেপ গার্দিওলার স্ট্রাইকার কেনার তালিকায় ‘ওপরের দিকেই’ আছে ওসকারসনের নাম।
ওসকারসনের জন্ম আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে। শৈশব থেকেই ফুটবলকে ধ্যানজ্ঞান করা ওসকারসনের সিনিয়র ফুটবল অভিষেক তাঁর ১৪তম জন্মদিনের ১১ দিন আগে। স্বদেশি ক্লাব গ্রোত্তার হয়ে অভিষেকেই করেন জোড়া গোল। ক্যারিয়ারের শুরু থেকেই খেলার ধরনের কারণে হলান্ডের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়। এরপর ২০২০ সালে ওসকারসন পাড়ি জমান ডেনিশ ক্লাব এফসি কোপেনহেগেনে। তবে সেখানে অভিষেকের জন্য তাঁকে দুই বছর অপেক্ষা করতে হয়।