[ad_1]
সিটি-আর্সেনাল মহারণ। ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ম্যাচে এক-আধটু বিতর্ক-উত্তেজনা না থাকলে কী চলে! ইতিহাদ স্টেডিয়ামে রোববারের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বড় ম্যাচের উত্তেজনার সব উপকরণই ছিল। গোল নিয়ে বিতর্ক, লাল কার্ডে এক দলের মাঝ পথেই ১০ জন হয়ে যাওয়া, মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কি—কত কী!
সিটি-আর্সেনালের সেই মহারণটা পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলা আর্সেনাল প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু ম্যাচের একদম শেষ আক্রমণ থেকেই করা জন স্টোনসের গোল গানারদের ১০ বছরের মধ্যে প্রথমবার ইতিহাদ জয় করতে দেয়নি।
[ad_2]