[ad_1]
গুগলের এক্সাস্কেল কম্পিউটার কাজ শুরু করলে এআই প্রযুক্তির মাধ্যমে চালকবিহীন গাড়ি, রোবোটিকসের মতো ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এক্সাস্কেল কম্পিউটার বিস্তৃত আর্কিটেকচার সমন্বিত নিউরাল নেটওয়ার্ককে কার্যকর ও দ্রুতগতিতে প্রশিক্ষণ দিতে পারে। এআইকে আরও বুদ্ধিমান সিস্টেমের দিকে নিয়ে যেতে পারে এক্সাস্কেল কম্পিউটার। ভবিষ্যতের কথা বিবেচনা করেই গুগল এক্সাস্কেল কম্পিউটার চালু করেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইকোটিসিয়াস ডটকম
[ad_2]