[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সিলেটে শেষ মুহূর্তে জমে উঠেছে পূজার কেনাকাটা

প্রকাশিত হয়েছে- অক্টোবর ৮, ২০২৪

[ad_1]

সিলেট শহরে ঘুরে দেখা গেছে, বরাবরের মতো এবারও পূজার বাজারে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ও স্যান্ডেল, শার্ট-প্যান্ট; মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস, শাড়ি এবং বাচ্চাদের রকমারি পোশাক পাওয়া যাচ্ছে। নগরের অধিকাংশ বিপণিবিতানের দোকানগুলোয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।

ক্রেতা-বিক্রেতারা জানান, নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, জেলরোড, বারুতখানা, লামাবাজার এবং মহাজনপট্টি এলাকার বিপণিবিতান ও দোকানগুলোয় ভিড় সবচেয়ে বেশি। মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস ১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই দামে পাওয়া যাচ্ছে শাড়িও। তবে বাজারে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকায় দামি শাড়িও কেউ কেউ কিনছেন। ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ৮০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন মানের শার্ট-প্যান্ট নানা দামে বিক্রি হচ্ছে।

[ad_2]