বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
সিরাজগঞ্জে টিসিবির চাল কিনে ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে টিসিবির কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে চাল কেনার সময় অধির চন্দ্র ঘোষ (৬২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ পৌরসভার মাদরাসা রোড এলাকার মেসার্স পল্লী ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তিনি কার্ডধারীদের কাজ থেকে ১৬০ কেজি চাল কিনেন।
রায়গঞ্জ নিমগাছী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টিসিবির কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে পণ্য বিতরণকালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নেওয়া হয়েছে।
এম এ মালেক/এএইচ/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।