সিডিবিএলের চেয়ারম্যান হলেন তপন চৌধুরী

- আপডেট সময় : ০৯:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত সিডিবিএলের পরিচালনা পর্ষদের সভায় এ শিল্পপতিকে সিডিবিএলের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে সিডিবিএলের নির্ভরযোগ্য সূত্র।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগের পর সিডিবিএলের চেয়ারম্যানের পদ ছাড়েন শেখ কবির হোসেন। যিনি নিজেকে শেখ হাসিনার চাচা পরিচয় দিতেন।
শেখ কবির হোসেনের সঙ্গে সিডিবিএলের পর্ষদ থেকে পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল। তার জায়গায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরীকে পরিচালক নির্বাচিত করা হয়েছে। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি।
এমএএস/এমএএইচ/জেআইএম