[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুই জন কারাগারে

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৪, ২০২৪

[ad_1]

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুই জনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামি হলেন- ব্যবসায়ী অংশীদার মো. নুসরাত হোসেন।

এরআগে, পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ রেজাউল আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। ১৬ আগস্ট সাবেক এই সচিবের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় পুলিশের অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। পরে ১৮ আগস্ট আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। মোহাম্মদপুর থানার আদালতে সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ জার্নাল/কেএইচ



[ad_2]