[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সাকিব শেষ টেস্ট দেশেই খেলবেন, চাওয়া ক্রীড়া উপদেষ্টার

প্রকাশিত হয়েছে- অক্টোবর ৪, ২০২৪

[ad_1]

মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে সাকিব কানপুরে এও বলেছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।’

কিন্তু এরপর থেকে দেশে ফেরার পর সাকিবের নিরাপত্তা এবং ঠিকঠাক দেশের বাইরে যেতে পারা নিয়ে সংশ্লিষ্টদের কেউই ইতিবাচক কোনো কথা বলেননি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো বলেই দিয়েছেন, সাকিবকে নিরাপত্তা দেওয়া বিসিবির পক্ষে সম্ভব নয়। এটা সরকারের দায়িত্ব।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদিও বলেছিলেন, সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সবরকম নিরাপত্তা তাঁকে দেওয়া হবে, তবে সঙ্গে এও বলেছেন, মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিবকেই নিতে হবে। সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দেন তিনি।

[ad_2]