[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৫, ২০২৪

[ad_1]

হত্যা মামলার আসামি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

শনিবার (২৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানোর বিষয়টি তারা শুনেছেন বলেও জানান ফারুক আহমেদ।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন, ‘এফআইআর যখন হয়, তার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’ পরে এ কথাও বলেছেন, ‘সাকিবের এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’

ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে কে আসছেন এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘সব আছে। শুধু চেয়ারম্যান নেই। তবে কোনো কাজ বন্ধ নেই। বাকিটা (কে কোন কমিটি পাবেন) খুব দ্রুতই হবে।’

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের সাহায্যার্থে বিসিবির পক্ষ থেকে এক কোটি টাকা এবং তিন হাজার খাবারের প্যাকেট দেয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ফারুক আহমেদ।

বাংলাদেশ জার্নাল/কেএইচ



[ad_2]