[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সপ্তাহে বেতন ৬ কোটি টাকা, প্রিমিয়ার লিগে যেন টাকা ওড়ে

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ২৬, ২০২৪

[ad_1]

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মৌসুমে সপ্তাহে সবচেয়ে বেশি পাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ামের এই তারকা মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির কাছ থেকে প্রতি সাত দিনের জন্য পান ৪ লাখ পাউন্ড (৬ কোটি ৪০ লাখ টাকা)। সবচেয়ে কম বেতন পান বোর্নমাউথের উইল ডেনিস। এই গোলকিপার পান ২ হাজার পাউন্ড (৩ লাখ ১৯ হাজার টাকা)।

বেতনে শীর্ষ দশের চারজনই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলোয়াড়। তিনজন খেলোয়াড় সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের, দুজন আর্সেনালের এবং একজন লিভারপুলের।

[ad_2]