শেরপুরে সাবেক হুইপ, দুই সংসদ সদস্যসহ ৮৭ জনের নামে হত্যা মামলা

- আপডেট সময় : ০২:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে

নিহত শারদুল আশিস (সৌরভ) ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া গ্রামের ছোহরাব হোসেনের ছেলে। তিনি শেরপুরের ডা. সেকান্দর আলী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, নকলা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, সদরের চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, আওয়ামী লীগ নেতা আবদুল আলিম, আনোয়ারুল হাসান, কানু চন্দ্র চন্দ, দেবাশিস ভট্টাচার্য ও মানিক দত্ত, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান ও গাড়িচালক হারুন মিয়া।