বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, সাক্ষ্য দিয়েছেন দুই সন্তান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, আসামি আদালতে স্ত্রী হত্যার কথা স্বীকার করলে বিচারকাজ শুরু হয়। এ ছাড়া তাঁদের দুই সন্তানও এ মামলায় আদালতে সাক্ষী দিয়েছে। দীর্ঘ জবানবন্দি শেষে দোষী সাব্যস্ত হলে আসামি মনির হাসানকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন।
পিপি আবদুর রাজ্জাক আরও বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন, আমরা অনেক খুশি। বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে বলে মনে করি।’