[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

রতন টাটায় ‘রত্ন’ হারাল ভারত, টেন্ডুলকার–রোহিতদের শোক

প্রকাশিত হয়েছে- অক্টোবর ১০, ২০২৪

[ad_1]

ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারের সঙ্গে দারুণ সখ্য ছিল রতন টাটার। সে কারণে তাঁর মৃত্যুতে ভারতের ক্রিকেটারদের মধ্যেই শোকের ছায়া নেমেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁকে নিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘জীবন ও মৃত্যুতে মি. রতন টাটা পুরো জাতিকে আন্দোলিত করে গেছেন। তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে আমি ভাগ্যবান। যাঁরা তাঁর সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারেননি, তাঁরা আজ আমি যতটা আক্ষেপে ভুগছি, ততটাই আক্ষেপে ভুগছেন। তাঁর প্রভাব ছিল এতটাই।’

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা এক্সে লিখেছেন, ‘মানুষটির হৃদয় যেন সোনা দিয়ে মোড়ানো। স্যার, বাকিদের ভালো রাখতে সত্যিকার অর্থেই নিজের জীবন কাটিয়ে দেওয়ার জন্য আপনাকে চিরকাল মনে রাখা হবে।’

[ad_2]