রড ও সিমেন্টের বিক্রিতে ধস, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

- আপডেট সময় : ০৮:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

মেট্রোসেম গ্রুপের সিমেন্ট কারখানার উৎপাদন ক্ষমতা মাসে ২ হাজার ৬০০ টন। বিক্রি কমে যাওয়ায় বর্তমানে তারা উৎপাদন করছে দেড় হাজার টন। অন্যদিকে তাদের ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা মাসে ১৫ হাজার টন। সক্ষমতার তুলনায় উৎপাদন বর্তমানে ৩৩ শতাংশ।
মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, সরকার পরিবর্তনের পর অধিকাংশ বড় প্রকল্পের কাজ স্তিমিত হয়ে পড়েছে। সেগুলো কবে শুরু হবে বোঝা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো উন্নয়ন প্রকল্প নেয়নি। অনেকেই মনে করছেন, রাজনৈতিক সরকার আসা না পর্যন্ত সেভাবে উন্নয়ন প্রকল্প হবে না। সব মিলিয়ে ব্যবসায়ীরা একধরনের অনিশ্চয়তায় ভুগছেন।
দেশে সিমেন্ট উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি প্রিমিয়ার সিমেন্ট। প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ দেশের সব বড় মেগা প্রকল্পে সিমেন্ট সরবরাহ করেছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির সিমেন্টের বিক্রি আগের প্রান্তিকের (মার্চ-জুন) তুলনায় ২৫–৩৫ শতাংশ কমেছে।
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিরুল হক প্রথম আলোকে বলেন, মূলত দুই কারণে বিক্রি কমেছে। প্রথমত, বড় কিছু অবকাঠামো প্রকল্পের কাজ থমকে গেছে। দ্বিতীয়ত, সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব শূন্যতা তৈরি হওয়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন নির্মাণকাজ। ফলে প্রবৃদ্ধির বদলে সিমেন্ট ব্যবসায় ঋণাত্মক প্রবৃদ্ধি (ডি গ্রোথ) দেখা দিয়েছে। এই পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো ও চলমান প্রকল্পের কাজে স্বাভাবিক গতি ফিরিয়ে আনার কথা জানান তিনি।