[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ম্যানচেস্টারে ধনাঞ্জয়া আর রতনায়েকের ব্যাটে উদ্ধার শ্রীলঙ্কা

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২২, ২০২৪

[ad_1]

স্কোরবোর্ডে ৬ রান উঠতেই নেই ৩ উইকেট। শুরুর এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবার উইকেটের মিছিল। একপর্যায়ে ১১৩ রানে পতন ৭ উইকেটের।

আজ ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিং বিভাগের ব্যর্থতা ছিল এমনই। তবে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা আর অভিষিক্ত মিলান রতনায়েকের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছে শ্রীলঙ্কা। এ দুজনের ফিফটিতে ভর করে শেষ তিন উইকেটে আরও এক শর বেশি রান তুলে শ্রীলঙ্কা থেমেছে ২৩৬ রানে। ধনাঞ্জয়া করেছেন ৭৪ রান, আর শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়া রতনায়েকের ব্যাট থেকে এসেছে ৭২ রান।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে বিনা উইকেটে ২২ রান নিয়ে।

[ad_2]