[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

মেসি–রোনালদো নন, রদ্রির চোখে সর্বকালের সেরা খেলোয়াড় কে

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২১, ২০২৪

[ad_1]

গত দেড় দশকের ফুটবলে সর্বকালের সেরার প্রশ্নে দুটি নামই ঘুরেফিরে সামনে আসে, লিওনেল মেসি নয়তো ক্রিস্টিয়ানো রোনালদো। এ বিষয়ে সাবেক কিংবা বর্তমান ফুটবলারদের যে–ই কথা বলুন, কদাচিৎই এই দুই নামের বাইরে যান। এবার সেই ব্যতিক্রম কাজই করলেন রদ্রি। নিজের পছন্দের সেরা খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার বেছে নিয়েছেন মেসি–রোনালদোর বাইরের একজনকে।

পিএফএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রদ্রির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর দৃষ্টিতে সর্বকালের সেরা খেলোয়াড় কে? এ প্রশ্নের জবাবে রদ্রি এক বাক্যে বলেন, ‘কেভিন ডি ব্রুইনা’। প্রশ্ন উত্তরের খেলায় অবশ্য সর্বকালের সেরা ছাড়া আরও কিছু প্রশ্ন রাখা হয় রদ্রির সামনে। হাসি মুখেই সেসব প্রশ্নের উত্তর দেন সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার।

[ad_2]