[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

মুদ্রাস্ফীতি মোকাবেলায় সুদের হার বাড়াল বাংলাদেশ ব্যাংক | সুদের হার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করা হবে

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৩, ২০২৪

[ad_1]

বিবি গভর্নর বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছেন, এই হার আরও বাড়িয়ে 10℅ করা হবে

আগামী দু-একদিনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করতে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিবিসির সাথে একান্ত সাক্ষাৎকারে পরিকল্পনাটি শেয়ার করেছেন।

দেশে বর্তমানে সুদের হার ৮ দশমিক ৫ শতাংশ।

মনসুর বিবিসিকে আরও বলেছেন যে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী মাসে 10 শতাংশ বা তার বেশি হারে উন্নীত করবেন।

নবনিযুক্ত গভর্নর এমন একটি সময়ে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যখন দেশটি এই বছরের জুলাইয়ে 14 শতাংশ খাদ্য মূল্যস্ফীতির সাথে ঝাঁপিয়ে পড়েছে - যা 13 বছরের মধ্যে সর্বোচ্চ - মধ্যম ও নিম্ন-আয়ের গোষ্ঠীর উপর চাপকে তীব্রতর করছে৷

এর আগে ৮ মে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ করলেও মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ দেখা যায়নি।



[ad_2]