বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
মাহুতকে পিষে মেরে ফেলা হাতি এখন গাজীপুরের সাফারি পার্কে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্কটির বন্য প্রাণী চিকিৎসক মুস্তাফিজুর রহমান, ল্যাব টেকনিশিয়ান আতিকুর রহমান ও ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর মো. রাজু কোটালীপাড়া থেকে বিশেষ ব্যবস্থাপনায় হাতিকে সেখানে এনেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোটালীপাড়ায় পায়ে পিষে মাহুতকে মেরে ফেলার ঘটনাটি জানতে পেরে হাতিটিকে উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়। আমরা উদ্ধারের পাশাপাশি পার্কে এটিকে নামানোর ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’