[ad_1]
সুপ্রিয় মাস্টার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিবেন। আপনারা অনার্স শেষ করে মাস্টার্স ভর্তির জন্য ইতিমধ্যে প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ করেছেন। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৫ জানার পালা। এই পোস্টের মাধ্যমে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তির রেজাল্ট ২০২৫ কবে দেবে, কিভাবে দেখবেন বিস্তারিত জানতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা আজ ১৮ জুন ২০২৫ তারিখ প্রকাশ হয়েছে। উক্ত ফলাফল বিকাল ৪টার পর প্রথমে SMS এর মাধ্যমে এবং রাত ৯ টার পর অনলাইনেও জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ফলাফল ২০২৫ প্রকাশ করা হবে।
১ম মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ১৮/০৬/২০২৫ তারিখ থেকে ২৯/০৬/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে এবং ১৯/০৬/২০২৫ তারিখ থেকে ৩০/০৬/২০২৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।
এসএমএস এর মাধ্যমে মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৫ দেখবো কিভাবে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার ফলাফল ২০২৫ প্রথমে এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। উল্লেখিত দিনে বিকাল ৪ টার পর উক্ত ফলাফল এসএসএস পদ্ধতিতে প্রকাশ করা হবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম নিচে দেওয়া হলোঃ
যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
NU
এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৫ দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকার ফলাফল ২০২৫ উল্লেখিত দিন রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করেও দেখতে পাবেন।
অনলাইনে ফলাফল দেখতে ও ভর্তি ফরম পূরণ করতে এখানে লগিন করুনঃ
মোবাইল থেকে লগিন করতে সমস্যা হলে এখানে ক্লিক করুন।
১ম মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত সময়সীমাঃ
- ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করার সময়সীমাঃ ১৮/০৬/২০২৫ থেকে ২৯/০৬/২০২৫
- পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সময়সীমাঃ ১৯/০৬/২০২৫ থেকে ৩০/০৬/২০২৫
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৯/০৬/২০২৫ থেকে ০১/০৭/২০২৫
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখঃ ০২/০৭/২০২৫ থেকে ১০/০৭/২০২৫
ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবেঃ
- অনলাইন থেকে মূল আবেদন ফরম – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে), (স্টুডেন্ট কপি হাতে রাখতে হবে)।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২-৪টি এবং স্ট্যাম্প সাইজ ২-৪ টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- এসএসসি/সমমান,এইচএসসি/সমমান, স্নাতক (সম্মান) নিয়মিত/স্নাতকোত্তর প্রথম পর্ব পাশের সনদপত্র এর সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- স্নাতক (সম্মান) পাশের প্রশংসাপত্র/প্রত্যয়নপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ সেট।
- টাকা জমার রশিদ।
- চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
- সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
যারা ১ম মেধা তালিকায় সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এর পর কোটার মেধা তালিকা ও রিলিজ স্লিপ এর আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কবে প্রকাশ করবে তা পরবর্তীতে আমাদের সাইটে, ফেইসবুক পেইজে অথবা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন……
[ad_2]