মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন (MMJF) প্রতি বছরের মতো এবারও এসএসসি উত্তীর্ণ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য HSC Bridging Stipend 2025 ঘোষণা করেছে। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা এইচএসসি পর্যায়ে ভর্তি ও পড়াশোনার জন্য আর্থিক সহায়তা পাবেন। যেসব শিক্ষার্থী ভালো ফল করেও আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে পিছিয়ে পড়ছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন (MMJF) একটি USA-ভিত্তিক নন-প্রফিট অর্গানাইজেশন, যা বাংলাদেশে ১২টি শিক্ষা প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং মানবিক সহায়তায় কাজ করছে। প্রতিবছর দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৫
আবেদন করার যোগ্যতা:
শিক্ষা স্তর | বিভাগ | সিটি/কর্পোরেশন এলাকায় ন্যূনতম GPA | জেলা শহর এলাকায় | গ্রামীণ/অনঅগ্রসর এলাকায় |
---|---|---|---|---|
এসএসসি / সমমান | মানবিক/ব্যবসায় শিক্ষা | ৫.০০ | ৪.৮০ | ৪.০০ |
এসএসসি / সমমান | বিজ্ঞান | ৫.০০ | ৪.৮০ | ৪.৫০ |
-
এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
-
বিভিন্ন এলাকার জন্য ন্যূনতম জিপিএ অনুযায়ী আবেদনযোগ্যতা রয়েছে।
আবেদন প্রক্রিয়ার সময়সূচি:
-
প্রাথমিক আবেদন শুরু: ১২ জুলাই ২০২৫
-
প্রাথমিক আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার ৭ দিন পূর্বে
-
চূড়ান্ত আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার ৪ দিন পূর্বে
-
শিক্ষার্থীরা যে সুবিধাগুলো পাবেন:
-
এইচএসসি ১ম ও ২য় বর্ষে ভর্তি ফি এবং বই কেনার খরচ।
-
দুই বছর মাসিক স্কলারশিপ (বিশেষ করে মেয়েরা ও অতিসুবিধাবঞ্চিতরা অগ্রাধিকার পাবে)।
-
বোর্ড ফর্ম ফিলাপ ফি।
-
এইচএসসি শেষে ঢাকায় এসে ভর্তি কোচিং করার জন্য ৪-৫ মাসের জন্য বাড়তি স্কলারশিপ।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে অতিরিক্ত স্কলারশিপ ও সহায়তা।