বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
মাগুরায় সেতুর একাংশ ধসে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

পাউবো সূত্র জানিয়েছে, ১৯৫৬ সালে নবগঙ্গা নদীর ওপর সেতুটি নির্মিত হয়। এর পাশেই একটি স্লুইসগেট আছে। সেটি সরকারের কেপিআই প্রতিষ্ঠান।
সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, এই সেতু অকেজো হয়ে পড়লে পুরো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যাবে। এ ছাড়া এখনই যানজট শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেতুর ওই অংশ ধসে পড়ার পর সেখানে থাকা বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে।