ভোলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৫

- আপডেট সময় : ০৪:২১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

ভোলায় বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাহ মো. শহিদুল বেপারী (৫০) নামে এক কারবারিকে চার সহযোগীসহ আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্টের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মুফিদুল ইসলাম।
মুফিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নৌ বাহিনী, র্যাব ও পুলিশ সদস্য যৌথভাবে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকার অভিযান করা হয়। এসময় চিহিৃত মাদক ব্যবসায়ী মো. শহিদুলের গোপন আস্তানায় তল্লাশি করে ১৮৭ বোতল ফেনসিডিল, সাড়ে ২৮ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা, একটি রাম দা ও নগদ ৩২ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। এসময় চার সহযোগীসহ শহিদুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দায় স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এমএএইচ/