[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বৈষম্যবিরোধী আন্দোলনে আমার ও দলের অবদান আছে: জি এম কাদের

প্রকাশিত হয়েছে- অক্টোবর ১২, ২০২৪

[ad_1]

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, জিনিসপত্রের দাম আবার আকাশচুম্বী। মূল্যস্ফীতি বাড়ছে, বেকারত্বও বাড়ছে। অনেকে মিল কারখানা চালাতে পারছেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বেকারত্ব—এই তিন বিষয় সরকারের জন্য চ্যালেঞ্জ। এসবের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা কিছুটা তো আছেই। কেউ চাইছে ইলেকশন তাড়াতাড়ি হোক, কেউ চাইছে ইলেকশন পরে হোক। আমরাও চাইছি যে ইলেকশন যৌক্তিক সময়ের পরে, সংস্কারের পরে হওয়া ভালো। এসব নিয়ে টানাপোড়েন তো আছে। সামনের দিনগুলো একটু অনিশ্চিত।’

[ad_2]