[ad_1]
এদিকে অধ্যক্ষকে লাঞ্ছিত করে পাল্টা কমিটির কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে বিকেলে বেনাপোল শহরে মিছিল বের করেন নুরুজ্জামানের অনুসারীরা। এ সময় মাসুদুর রহমানের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পক্ষ মিছিল নিয়ে যাওয়ার সময় আরেক পক্ষ ধাওয়া করে। তখন তিন–চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ে বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করে ছোটাছুটি করতে থাকেন।
এ বিষয় বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, বেনাপোল কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপির নেতা নুরুজ্জামান ও মাসুদুর রহমানের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি পটকা ফোটানো হয়। কে বা কারা ফুটিয়েছে, তা চিহ্নিত করা যায়নি।
[ad_2]