[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

‘বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার’ যাচ্ছেন লিভারপুলে

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৮, ২০২৪

[ad_1]

কিন্তু লিভারপুল এই বাজারমূল্যের চেয়ে কমে পেয়েছে মামারদাশভিলিকে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দলবদলের এই মৌসুমে প্রথম খেলোয়াড়টি কিনতে ৩ কোটি ইউরো দেবে লিভারপুল। এর পাশাপাশি অ্যাড-অনস হিসেবে দিতে হবে আরও ৫ কোটি ইউরো। সব মিলিয়ে সাড়ে ৩ কোটি ইউরো খরচ হবে অ্যানফিল্ডের ক্লাবটির।

তবে ২৩ বছর বয়সী এ গোলকিপারের লিভারপুলে যোগ দেওয়া নির্ভর করছে ইংল্যান্ডে তাঁর ওয়ার্ক পারমিট পাওয়া এবং আন্তর্জাতিক ছাড়পত্রের ওপর, যেটায় কোনো সমস্যা না হওয়াই স্বাভাবিক। আর ভ্যালেন্সিয়ায় এই মৌসুমটা থেকে ২০২৫-২৬ মৌসুমে লিভারপুলে যোগ দেবেন মামারদাশভিলি। লিভারপুলের বিবৃতিতে বলা হয়, ‘গিওর্গি মামারদাশভিলির দলবদলের ব্যাপারে সম্মত হয়েছে লিভারপুল। এখন ওয়ার্ক পারমিট এবং আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়া বাকি। ২৩ বছর বয়সী এ গোলকিপার আগামী মৌসুমে মার্সিসাইডে আসার আগে চলতি মৌসুমের বাকি সময় স্পেনে “লস চে”দের (ভ্যালেন্সিয়া) সঙ্গেই থাকবেন।’

[ad_2]