[ad_1]
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ‘প্রতিবেশী আগে’ নীতি গ্রহণ করেছে। আর বড় দেশ হিসেবে ভারতকেই সবচেয়ে বেশি সম্পদের সংস্থান করতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা-সার্কের বৈঠক কেন হচ্ছে না— এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এর মানে এই নয় যে, আঞ্চলিক কর্মকাণ্ড থমকে আছে। তিনি বলেন, বাস্তবে বিগত ৫-৬ বছরে ভারতীয় উপমহাদেশে অনেক বেশি আঞ্চলিক সংহতি দেখে এসেছি।
যতক্ষণ না আন্তসীমান্ত সন্ত্রাস বন্ধ না করছে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপে না বসার অবস্থানে ভারত অনড় বলেও জানান জয়শঙ্কর।
[ad_2]