[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বাগেরহাটের নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৭, ২০২৪

[ad_1]

বাগেরহাট: বাগেরহাটে পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ কর্মকর্তা মো. তৌহিদুল আরিফ।  

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

বিসিএস ২৫ ব্যাচের এই কর্মকর্তা এর আগে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়ে তাকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে। খুব শিগগিরই তিনি যোগ দেবেন বলে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।  

এর আগে ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে বাগেরহাটের এসপি আবুল হাসনাত খানকে বদলি করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে জননিরাপত্তা বিভাগ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]