[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বাংলাদেশ-ভারত সিরিজে হুমকি, কী বলছেন বিসিবি

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১২, ২০২৪

[ad_1]

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারত সফর বাড়তি নজর কাড়ছে।

 

তবে এর আগেই ভেসে এসেছে হুমকি। বাংলাদেশ-ভারত প্রথম টেস্টটি হবে চেন্নাইতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। এরপর ২৭ তারিখ কানপুরে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এটিতেই হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা নামের একটি সংগঠন।  

এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে বিসিবিও। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় ধরে বৈঠক করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারুক। তার কাছে জানতে চাওয়া হয় কানপুরের হামলা প্রসঙ্গে।  

তিনি বলেন, ‘বিসিসিআইয়ের সচিব জয় শাহ, যিনি আগামী ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয়। তার পরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরাও আশা করি কোনো সমস্যা হবে না। ’

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, এমন অভিযোগেই মূলত হামলার হুমকি দেয় হিন্দু মহাসভা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]