[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বাংলাদেশ ব্যাংক নিয়োগ Bangladesh Financial institution Task Round 2025 bdnewspost.com

প্রকাশিত হয়েছে- ডিসেম্বর ২৮, ২০২৪

[ad_1]

Bangladesh Financial institution Task Round 2025: বাংলাদেশ ব্যাংক এর শূন্য পদ গুলোতে জনবল নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক ১ম বিজ্ঞপ্তি ‍অনুসারে ২ টি পদে মোট ৯ জনকে নিয়োগ দেবে এবং ২য় বিজ্ঞপ্তি অনুসারে ১ টি পদে মোট ১ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ১ম বিজ্ঞপ্তির ‍পদে অনলাইনে এবং ২য় বিজ্ঞপ্তির পদে সরাসরি/ডাকযোগে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি (Bangladesh Financial institution Task Round 2025) বিস্তারিত দেওয়া হল।

Bangladesh Financial institution Task Round 2025

১ম বিজ্ঞপ্তি

পদের নাম: ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ)
পদসংখ্যা: ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন অধিদপ্তরের আওতায় পরিচালিত ০৬ মাস মেয়াদী ফায়ার সায়েন্স এন্ড অভ্যুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০২ বছরের চাকুরির অভিজ্ঞতা।
শারীরিক যোগ্যতা: উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ)
পদসংখ্যা: ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন অধিদপ্তরের আওতায় পরিচালিত ০৬ মাস মেয়াদী ফায়ার সায়েন্স এন্ড অভ্যুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ।
শারীরিক যোগ্যতা: উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: আবেদন শুরু হয়ে গেছে।
আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Observe

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

২য় বিজ্ঞপ্তি

পদের নাম: প্রধান প্রকৌশলী
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: প্রধান প্রকৌশলী বা সমমান পদে ০২ বছরের অভিজ্ঞতাসহ সহকারী প্রকৌশলী ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০- ৭৪,৪০০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনপত্র এবং আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, ০৭ নং ক্রমিকে বর্ণিত জীবন বৃত্তান্ত (সিভি) ও এ সংক্রান্ত দলিলাদি (একাডেমিক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য যাচিত দলিলাদির সত্যায়িত অনুলিপি) পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০ বরাবর পৌঁছাতে হবে। 

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Put up Similar Issues: Bangladesh Financial institution Task Round 2025, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নিয়োগ বিজ্ঞপ্তি 2025, day-to-day schooling, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৫, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, day-to-day চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর executive, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা

[ad_2]