[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বন্যা মোকাবিলায় দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৫, ২০২৪

[ad_1]

আইনুন নিশাত: বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর ১৯৭২ সালে আমরা দুই দেশ মিলে যৌথ নদী কমিশন গঠন করি। ওই কমিশনের মাধ্যমে দুই দেশের যে ৫৪টি অভিন্ন নদী আছে, তার পানি বণ্টন এবং বন্যা মোকাবিলার বিষয়ে আলোচনার শুরু হয়। কিন্তু তখন শুধু গঙ্গা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কোথায় বিপৎসীমা অতিক্রম করেছে, সেই তথ্য ভারত থেকে পাওয়া যেত। স্বাধীনতার পর ১৯৮৭ ও ১৯৮৮ সালের বন্যা ছিল সবচেয়ে ভয়ংকর। তারপর অন্য নদ-নদীগুলোর পানিপ্রবাহের তথ্য দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়।

সিলেটের উজানের নদ-নদীগুলোর তথ্য আমরা পেলেও ফেনী-কুমিল্লার উজান থেকে শুধু পানি বৃদ্ধি ছাড়া অন্য কোনো তথ্য আমরা ভারত থেকে পাই না। আমি যৌথ নদী কমিশনের সদস্য থাকা অবস্থায়ও সব কটি অভিন্ন নদ-নদীর তথ্য নিয়ে ভারতের সঙ্গে অনেকবার আলোচনা করেছি। আমরা এটাও বলেছি, আপনারা আমাদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আসেন, আমরা আপনাদের ওখানে যাই। দুই দেশের বিজ্ঞানী ও গবেষকেরা মিলে যৌথভাবে বন্যা পূর্বাভাসের তথ্য আদান-প্রদান করি। এতে দুই দেশের বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারে উপকার হবে।

[ad_2]