[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বন্যার্তদের টাকা ছিনিয়ে নিতে বাধা, ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৫, ২০২৪

[ad_1]

বন্যার্তদের সহায়তার জন্য সংগ্রহ করা টাকা ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে হাফিজুর রহমান (১৮) নামে এক শিক্ষার্থীকে খুন করা হয়েছে। নিহত হাফিজ রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজের সহকর্মী সাকিবুল ইসলাম বলেন, আমরা বন্যার্তদের সহায়তার জন্য টাকা তুলছিলাম। আমাদের কাছে প্রায় ৬৫ হাজার টাকা ছিল। ওই টাকা নিয়ে রাতেই ফেনীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। রামপুরা ওয়াবদা রোডের একটি চায়ের দোকানে বসে কথা বলার হয় হঠাৎ একদল লোক এসে হাফিজ ভাইয়ের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তিনি জানান, এতে বাধা দিলে তারা হাফিজকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক রাতেই মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজ পশ্চিম রামপুরা পাকা মসজিদ এলাকায় নিজ বাসায় থাকতেন। তার বাবার নাম লুৎফর রহমান। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]