[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করবে

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২১, ২০২৪

[ad_1]

ঢাকা: দেশব্যাপী বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সফল করতে পাবলিকলি ফান্ড তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বুধবার (২১ আগস্ট) আন্দোলনের অন্যতম সমম্বয়ক আবু বাকের মজুমদার গণমাধ্যমকে এ কথা জানান।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।

ছাত্র আন্দোলনের সব সমন্বয়ক এবংস্বেচ্ছাসেবীদের নিজ নিজ জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করার আহ্বান জানান আবু বাকের। কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের সঙ্গে সমন্বয় করবে বলেও জানান তিনি৷

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]