[ad_1]
বগুড়ায় বিএনপি-সমর্থক পরিবহন ব্যবসায়ী হিসেবে পরিচিত ফজলুর রহমান তালুকদারের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৮-২০টি মোটরসাইকেল এসে তাঁর বাসার সামনে গিয়ে প্রথমে চারটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে তারা। এরপর ইটপাটকেল ছুড়ে ছয়তলা বাসার দোতলার জানালা ও সিঁড়ির কাচ ভাঙচুর করা হয়।
হামলার সময় ফজলুর রহমান তালুকদার ও তাঁর পরিবারের সদস্যরা বাসার ভেতরেই ছিলেন। বাসার প্রধান ফটক বন্ধ ছিল। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে সেনাবাহিনী ও পুলিশের আলাদা দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ও পুলিশ পৌঁছার অগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফজলুর রহমান তালুকদার বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বর্তমান কমিটির সহসভাপতি।
[ad_2]