ফসলি জমিতে বালুর স্তূপ, চিন্তায় কৃষক
- আপডেট সময় : ০৩:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
গত রোববার ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, বন্যার পানি নেমে গেলেও কৃষিজমিতে বালুর স্তূপ রয়ে গেছে। পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১১টি গ্রামের প্রায় ২২৫ হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে গেছে। নিজ কালিকাপুর, পূর্ব অলকা, পশ্চিম অলকা, নোয়াপুর, ডুবলাচাঁদ, সাতকুচিয়া, দক্ষিণ কাউতলী, উত্তর কাউতলী, চম্পক নগর, কাশীনগর ও শালধর গ্রামের বাইরেও নদীর আশপাশে কিছু কিছু জমিতে বালুর স্তূপ জমাট হয়ে থাকতে দেখা গেছে।
পরশুরাম উপজেলার সীমান্তবর্তী মির্জানগর ইউনিয়নে দেখা যায়, আবাদি জমিতে চার থেকে ছয় ফুট উঁচু বালুর স্তূপ। এসব জমিতে স্থানীয় কৃষকেরা ধান, সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করতেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নিজ কালিকাপুর সীমান্তের অপর পাশে ভারতের বল্লামুখা খালের বাঁধ কেটে দেওয়ায় মুহুরী নদীর পানি নিজ কালিকাপুর গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।