[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পুকুরের পানি সেচে লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১৯, ২০২৪

[ad_1]

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি একটি পুকুর সেচে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টানা দুই দিন পুকুর সেচে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া অস্ত্র দুটির একটি চায়নিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস শেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্র লুটের পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল নাহিদ-আল-আমীন বলেন, যৌথ বাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানাসংলগ্ন পুকুর সেচে দুটি অস্ত্র, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনো ৯টি অস্ত্র এবং ৯১১ বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও কমপক্ষে ১৬টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ হাজার ব্যক্তির বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

বাংলাদেশ জার্নাল/এফএম



[ad_2]