পিএসজির সঙ্গে আপসে রাজি নন এমবাপ্পে

- আপডেট সময় : ০২:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

তবে সেই ইতিবাচক আলোচনা যে কার্যকর হয়নি, সেটি এমবাপ্পের ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে চলে যাওয়াতেই স্পষ্ট। এ বছরের ফেব্রুয়ারিতে পিএসজি কর্তৃপক্ষের কাছে ক্লাব ছেড়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর এমবাপ্পেকে আবারও কয়েক ম্যাচের জন্য বসিয়ে রাখে ক্লাবটি। বেতন–বোনাসও আটকে দেওয়া হয় ওই সময়ই।
এখন এমবাপ্পে আইনি কমিশনের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সহসাই বিবাদ মেটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এপির খবরে বলা হয়, মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যানের পর এমবাপ্পে কী করবেন, এখনই বোঝা যাচ্ছে না। ঘটনাক্রম বলছে, এমবাপ্পে-পিএসজি বিবাদ শেষ পর্যন্ত কর্মসংস্থান আদালতে গড়াতে পারে।
পিএসজির দিক থেকে এমবাপ্পেকে নিয়ে হতাশার দিক হচ্ছে, ২০২২ সালে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় চুক্তির প্রস্তাব দেওয়ার পরও সেটিকে যথাযথ সম্মান না দেখানো। আর এমবাপ্পের হতাশা কর্তৃপক্ষের দিক থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় খেলোয়াড় দলে নেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করা।