[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাকিস্তান ইনিংসের শুরুতেই আঘাত হাসান মাহমুদের

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২১, ২০২৪

[ad_1]

বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচ ভেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শান্তর সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে দারুণ শুরু করেছেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩ রান। শান মাসুদ আর সাইম আইয়ুব একজনও রানের খাতা খুলতে পারেননি।

আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টস করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]