[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন মাঠ কর্মকর্তা ফলাফল ২০২৫ প্রকাশিত – দেখুন রেজাল্ট PDF bdnewspost.com

প্রকাশিত হয়েছে- মে ১৩, ২০২৫

[ad_1]

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন মাঠ কর্মকর্তা ফলাফল ২০২৫ প্রকাশিত।  অনেকেই আমাদের ইনবক্সে জানতে চেয়েছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF) মাঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে। এছাড়াও অনেকেই এই বিষয়ে সার্চ করছিলেন। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হলো।


এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

আজ ১৩ মে ২০২৫, PDBF তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ( মাঠ কর্মকর্তা (Box Officer) পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখে এই পদের  এমসিকিউ ও লিখিত পরীক্ষা একই দিনে  অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মৌখিক পরীক্ষার জন্য মোট ৪৭৮০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে**।

পদের নাম  মাঠ কর্মকর্তা (Box Officer) 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ  ২৪ মার্চ ২০২৫
আবেদন শুরুর তারিখ  ২৫ মার্চ ২০২৫
লিখিত ও MCQ পরীক্ষা  ১৪ এপ্রিল ২০২৫
ফলাফল প্রকাশ  ১৩ মে ২০২৫
মৌখিক পরীক্ষার জন্য মনোনীত  ৪৭৮০ জন
মোট শূন্যপদ | ১১৭৫টি

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন মাঠ কর্মকর্তা ফলাফল ২০২৫

আজ ১৩ মে ২০২৫ তারিখে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন মাঠ কর্মকর্তা পদের MCQ ও লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকভাবে ৪৭৮০ জনকে উত্তীর্ণ করা হয়েছে। PDBF-এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠ কর্মকর্তা পদে মোট ১১৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে, তাই যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য সামনে রয়েছে মৌখিক পরীক্ষা।

নিয়োগ ফলাফলের পিডিএফ ফাইলে মোট ৮৫টি পৃষ্টা রয়েছে। নিচে আমরা সম্পুর্ন পিডিএফ ফাইল দিয়েছি। 

ফলাফল কিভাবে দেখবেন?

অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন এছাড়াও আমরা এখানে ফলাফল এর সম্পুর্ন পিডিএফ ফাইল দিয়েছি। এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন।  আমাদের ওয়েবসাইট lekhaporabd.internet থেকেও আপনারা সহজেই ফলাফলের PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। নিচে আমরা ফলাফলের পিডিএফ সংযুক্ত করে দিয়েছি:

ফলাফল ডাউনলোড করুন PDF ফরম্যাটে

মৌখিক পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে জানানো হবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ও অফিসিয়াল সাইটে চোখ রাখার অনুরোধ রইল।

উপসংহার:

বন্ধুরা, যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এবার সুযোগ পাননি, তারা হতাশ না হয়ে আগামী প্রস্তুতিতে মনোযোগ দিন।
সবশেষে একটা কথা, সরকারি চাকরির খবর ও আপডেট পেতে lekhaporabd.internet পাশে থাকুন নিয়মিত।

[ad_2]