[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২২, ২০২৪

[ad_1]

নোয়াখালী জেলা ছাত্রদলের ‘দুখু-নোমান’ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিলুপ্ত ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান বিজ্ঞপ্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা কেন্দ্রের নির্দেশে দলের নেতাকর্মীদের নিয়ে বন্যার্তদের সাহায্যার্থে কাজ করছি। হঠাৎ কী কারণে কমিটি বিলুপ্ত করা হলো কিছুই জানি না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। শিগগিরই এই ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি জাগো নিউজকে বলেন, জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিষয়টি শুনেছি। তবে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক দলের জন্য নিবেদিতপ্রাণ। আন্দোলন-সংগ্রামে তাদের অনন্য ভূমিকা ছিল। এখন নেতারা আলাপ-আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেবেন বলে আশা করি।

২০১৮ সালের ৫ জুন আজগর উদ্দিন দুখুকে সভাপতি ও আবু হাসান মোহাম্মদ নোমানকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ওই কমিটি অনুমোদন দিয়েছিলেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]