[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

নাইজেরিয়ায় বন্যায় নিহত ৪৯ | প্রথম আলো

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৭, ২০২৪

[ad_1]

নাইজেরিয়ায় বন্যায় অন্তত ৪৯ জন মারা গেছে। স্থানচ্যুত হয়েছে কয়েক হাজার। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) গতকাল সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

নেমার মুখপাত্র মানজো ইজেকিয়েল বলেন, ‘কয়েক দিনের ভারী বৃষ্টিতে উত্তর-পূর্ব দিকের জিগাওয়া, আদমাওয়া ও তারাবা রাজ্যে ৪১ হাজার ৩৪৪ জন স্থানচ্যুত হয়েছে। আমরা কেবল মৌসুমের মূল সময়ে প্রবেশ করেছি। দেশের উত্তরাঞ্চলের জন্য এ কথাটি বিশেষভাবে সত্য। পরিস্থিতি খুবই ভয়াবহ।’

[ad_2]