[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

নতুন বাংলাদেশ বিনির্মাণে চিন্তার সততা অক্ষুণ্ন রাখা গুরুত্বপূর্ণ

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৫, ২০২৪

[ad_1]

‘বাংলাদেশের গণ-অভ্যুত্থান পরবর্তী অর্থনীতির রূপান্তর’ নিয়ে আলোচনা করেন লেখক জিয়া হাসান। তিনি বলেন, এই আন্দোলন সফল হওয়ার একমাত্র কারণ শেখ হাসিনার বানানো বিভাজনের রেখা অতিক্রম করেছে ছাত্র-জনতা। শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল, আর্থিক সংকটের জন্য। তিনি সেই অবস্থাই তৈরি করেছেন দেশে।

জিয়া হাসানের বক্তব্যে উঠে আসে সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাত ধরে ধরে খরচ কমানো, আইন ব্যবস্থার উন্নতি, দেশের মাঝারি মাপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বড় পরিসরে নিয়ে যাওয়ার পরামর্শের কথা। উঠে আসে মুদ্রাস্ফীতির আশঙ্কার কথাও। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের জন্য খেলাপি ঋণের পরিমাণ ও উন্নয়নের প্রোপাগান্ডা তুলে ধরেন তিনি।

[ad_2]